1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনামঃ

আবরারের মৃত্যু : প্রথমআলোর মামলায় অভিযোগ গঠন পেছালো

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

আবরারের মৃত্যু : প্রথমআলোর মামলায় অভিযোগ গঠন পেছালো

নিজস্ব প্রতিবেদক :
প্রথম আলোর সাময়িকী ‘কিশোর আলোর’ বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা রে‌সি‌ডে‌ন্সিয়াল ক‌লে‌জের ছাত্র নাইমুল আবরার রাহাতের (১৫) মৃত্যুর ঘটনায় হওয়া মামলার অভিযোগ গঠন বিষয়ে আদেশের তারিখ পিছিয়ে আগামী ১২ নভেম্বর ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আদেশের জন্য নতুন এ দিন ধার্য করেন।

গত ১ অক্টোবর একই আদালত অভিযোগপত্র গ্রহণ করে চার্জ শুনানির জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেন। সেদিন বাদীপক্ষে ওমর ফারুক আসিফ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আর্জি জানান। অপরদিকে আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কর্মকার আসামিপক্ষে অব্যাহতির (ডিসচার্জ) আবেদন করেন। বাদীপক্ষের আইনজীবী এর বিরোধিতা করেন।

শুনানি শেষে বিচারক আদেশের জন্য ২৭ অক্টোবর দিন ধার্য করেছিলেন।

এ মামলার আসামিরা হলেন— প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, কিশোর আলো সম্পাদক আনিসুল হক, কবির বকুল, শুভাসিষ প্রামাণিক শুভ, মুহিতুল আলম পাভেল, শাহ পুরান তুষার, জসিম উদ্দিন তপু, মোশারফ হোসেন, মো. সুমন ও কামরুল হওলাদার। আসামিরা সবাই আদালত থেকে জামিনে রয়েছেন।

গত বছর ১ ন‌ভেম্বর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাইমুল আবরার রাহাত নামে নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়। ওই‌দিন বিকেলে বিদ্যুতায়িত হলে তাকে মহাখালীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এরপর গত বছর ৬ নভেম্বর নাইমুল আবরা‌রের বাবা ম‌জিবুর রহমান দৈ‌নিক প্রথম আলার সম্পাদক ও প্রকাশক এবং কি‌শোর আলোর প্রকাশক ম‌তিউর রহমা‌নের বিরু‌দ্ধে এ মামলা দায়ের করেন। তার বিরু‌দ্ধে দণ্ড‌বি‌ধির ৩০৪ (ক) ধারায় অব‌হেলাজ‌নিত মৃত্যুর অভিযোগ আনা হয়।

এ মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল আলিম এ প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, নাইমুল আবরার নিহত হওয়ায় কিশোর আলো কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি