মানিকগঞ্জ প্রতিনিধি
শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ এবং বৈরী আবহাওয়ার কারণে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছে। এর ফলে বাড়তি যানবাহনের চাপ পড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এতে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে হাজার হাজার যানবাহন শ্রমিক ও যাত্রীদের।
শনিবার বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, বৈরী আবহাওয়ার কারণে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। তবে রাতে ছোট যানবাহন ও বাস কম আসায় ঘাটে পাড়ের অপেক্ষায় থাকা যানবাহনের মধ্যে ট্রাকের সংখ্যা তুলনামূলক বেশি। ঘাট এলাকায় প্রায় চার শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।
রাসেল আরো জানান, বৈরী আবহাওয়ায় চলতে গিয়ে এনায়েতপুরী ও খান জাহান আলী নামের দুইটি বড় ফেরি বিকল হওয়ায় পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামতে রয়েছে। ফলে এ নৌরুটের ছোট-বড় ১৯টি ফেরির মধ্যে ১৭টি ফেরি চলাচল করছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির জানান, শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুট বন্ধ থাকায় বাড়তি চাপ পড়েছে পাটুরিয়া ঘাটে। ঘাট এলাকার দুইটি ট্রাক টার্মিনালে প্রায় চারশো ট্রাক রাখা যায়। এর বেশি ট্রাক ঘাট এলাকায় প্রবেশ করলে ঘাটের পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায়।
উথুলী সংযোগ মোড় এলাকায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় অপেক্ষমাণ ট্রাকের সংখ্যা কমে এলে উথুলী থেকে সিরিয়াল অনুযায়ী আটকে রাখা ট্রাকগুলোকে ঘাটে পাঠানো হবে বলে জানান তিনি।