নিজস্ব প্রতিবেদক :
বৈরি আবহাওয়ার কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে গত দুই দিন লঞ্চ চলাচল পুরোপুরি বন্ধ ছিল। শনিবার আবহাওয়ার কিছুটা উন্নতি হলে সকাল থেকে লঞ্চ চলাচল করছে। যাত্রী পরিবহন করতে চলছে স্পিড বোট ও ট্রলারও। তবে পদ্মা নদী এখনো অশান্ত। নাব্য সংকটের কারণে দীর্ঘদিন ধরে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
শনিবার শিমুলিয়া ও কাঁঠালবাড়ি নৌরুটের খবরে জানা যায়, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত যাত্রীরা চঞ্চে চড়ে পদ্মা পার হচ্ছেন। কেউ পদ্মা পার হয়ে ঢাকা যাচ্ছেন। কেউবা ঢাকা থেকে ফিরছেন। তাদেরই একজন মাদারীপুরের রাজৈর উপজেলার বাসিন্দা নুরু মিয়া। শনিবার সকালে সায়দাবাদ থেকে মাদারীপুরগামী সোনালী পরিবহনে উঠেছেন তিনি।
নুরু মিয়া বলেন, দুই দিন পদ্মায় লঞ্চ চলেনি। তাই পরিবহনও বন্ধ ছিল। আজ সকাল থেকে লঞ্চ চলাচল শুরু হলে পরিবহনও চলছে।
সোনালী পরিবহনের পোস্তরগোলার কাউন্টার মাস্টার টাইগার বলেন, আবহাওয়া খারাপ থাকার কারণে গত দুই দিন পরিবহন চলেনি। কারণ পদ্মায় লঞ্চ চলাচল বন্ধ ছিল। শনিবার সকাল আটটা থেকে পরিবহন চলছে।
পদ্মায় লঞ্চ, স্পিড বোট ও ট্রলার চলাচল শুরু হলেও এখনো কিছুটা অশান্ত নদী। বৈরি আবহাওয়ার কারণে ভয়ে ভয়ে যাত্রীরা লঞ্চে পদ্মা পার হচ্ছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায় তাদের মৌখিক অনুমতি নিয়েই লঞ্চ চলছে।