1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৮:৩৮ অপরাহ্ন

১৭২ কোটি টাকায় পুলিশের জন্য কেনা হচ্ছে ২০০ পিকআপ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

পুলিশ বাহিনীর যানবাহন সংকট মোকাবিলায় বাংলাদেশ সরকার ১৭২ কোটি টাকায় ২০০টি ডাবল কেবিন পিকআপ কেনার উদ্যোগ নিয়েছে। প্রতিটি গাড়ির মূল্য ধরা হয়েছে ৮৬ লাখ টাকা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এই প্রস্তাব উপস্থাপন জননিরাপত্তা বিভাগ।

চলতি ২০২৪-২৫ অর্থবছরে এসব পিকআপ সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে সংগ্রহ করা হবে।

জানা গেছে, ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানের সময় সারাদেশের ৪৬০টি থানাসহ বিভিন্ন পুলিশ স্থাপনায় অগ্নিসংযোগের ঘটনায় বিপুলসংখ্যক যানবাহন ধ্বংস হয়ে যায়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা ব্যবস্থা পুনঃস্থাপনের লক্ষ্যে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রাষ্ট্রীয় প্রয়োজন বিবেচনায় সরকারি ক্রয় আইন, ২০০৬ এর ধারা ৬৮(১) এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০০৮ এর বিধি ৭৬(২) অনুসারে এই সরাসরি ক্রয়ের প্রস্তাব আনা হয়েছে। প্রস্তাবটি জননিরাপত্তা বিভাগ থেকে উত্থাপন করা হলেও বাস্তবায়নের দায়িত্বে থাকবে পুলিশ সদরদপ্তর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি