1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ১১:০২ অপরাহ্ন

ঈশ্বরগঞ্জে যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সালামসহ গ্রেপ্তার ২

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম(৫৫) ও ঈশ্বরগঞ্জ সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো.খোকন মিয়া(৩৮)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ (১৯ এপ্রিল) শনিবার ভোরে ঈশ্বরগঞ্জ পৌর বাজার থেকে বাড়ি ফেরার পথে আব্দুস সালাম ও খোকন মিয়াকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা। সালাম ওই গ্রামের মৃত উসমান গণি মিয়ার ছেলে এবং খোকন মিয়া একই গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টে অভিযান চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সদস্য খোকন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, বিশেষ অভিযান  চালিয়ে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ আব্দুস সালাম এবং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সদস্য খোকন মিয়াকে বিস্ফোরক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের  এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি