1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
২৯ দিনে এলো ৩১ হাজার ৮১৩ কোটি টাকা এনসিপির কমিটি গঠনের দায়িত্বে আওয়ামী পরিবারের সন্তান ঘুষ না দেওয়ায় ৯১টি ফাইল আটকে রেখেছিলেন মাউশি রাজশাহীর ডিডি, প্রমাণ পেল দুদক ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দেন : মির্জা ফখরুল গৌরীপুরে ইউপি চেয়ারম্যান অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল জামালপুরে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেফতার বিমান বাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান সংযোজনে সরকার সহযোগিতা করবে পাকিস্তানি যুদ্ধবিমান দেখে পালাল ভারতের ৪টি রাফাল যুদ্ধবিমান চিন্ময় দাসের জামিন স্থগিতে চেম্বার আদালতে আবেদন ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’ বক্তব্যটি শেখ হাসিনার

সাধারণ মানুষ চায় এই সরকার আরও পাঁচ বছর থাকুক : স্বরাষ্ট্র উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাধারণ মানুষ চায় এই সরকার আরও অন্তত ৫ বছর রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকুক। দেশে আইনশৃঙ্খলা আগের তুলনায় অনেক ভালো। বিভিন্ন থানা থেকে অস্ত্র উদ্ধারের কাজ চলছে। এটি সম্পন্ন হলে পুলিশের কার্যক্রম আরও বাড়বে। যারা পরিস্থিতির অবনতি করতে চায়, আমরা তাদের আইনের আওতায় আনছি। পরিস্থিতি ধীরে ধীরে আরও উন্নতি হচ্ছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, ভারতের সঙ্গে আমাদের দেশের সংঘাতের কোনো আশঙ্কা নেই। ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাদের ফিরিয়ে আনার জন্য একটি চুক্তি হয়েছে এবং এই প্রক্রিয়া চলমান রয়েছে। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ক্রিমিনালদের হ্যান্ডওভার বিষয়ে ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি আছে। এই চুক্তির আন্ডারে তাকে আনার চেষ্টা করা হবে।

তিনি বলেন, সুনামগঞ্জে এবার ভালো ফসল হয়েছে, তবে এখনো কিছু জমি পতিত রয়েছে। এই পতিত জমি ব্যবহারের জন্য আমরা প্রায় ৫০০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। এ বছর দেশে খাদ্য সংকটের কোনো সম্ভাবনা নেই। পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে। সরকার ইতোমধ্যে ধান, চাল ও গমের ক্রয়মূল্য নির্ধারণ করেছে—ধানের মূল্য ৩৬ টাকা, চাল ৪৯ টাকা এবং গমের মূল্য ৩৬ টাকা।

তিনি আরও বলেন, কয়েক দিনের মধ্যে ঝড়বৃষ্টি শুরু হতে পারে অথচ এখনো মাত্র ধান কাটা শুরু হয়েছে এ অবস্থায় কৃষকরা কিছুটা শঙ্কায় আছেন। এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কৃষক শঙ্কায় থাকলে সংশ্লিষ্ট বাধ প্রকল্পের প্রকৌশলীরাও সমানভাবে শঙ্কিত থাকবেন। কোনো সিন্ডিকেট যদি ধান বিক্রিতে বাধা সৃষ্টি করে বা কৃষকদের ক্ষতিগ্রস্ত করে, তাহলে তা জানাতে হবে—সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কৃষকরা দেশে উৎপাদন বাড়িয়ে দেশকে বাঁচিয়ে রাখছে। অথচ কৃষকদের সবসময় বঞ্চিত করে রাখা হয়। এবছর আলু ফসল ভালো হয়েছে কিন্তু কৃষকরা দাম পায়নি। এবছর ধানের নায্যমূল্য নির্ধারণ করা হয়েছে যাতে কৃষক বঞ্চিত না হয়।

পরে তিনি শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ধান কাটা উৎসবের উদ্বোধন করেন। এসময় সুনামগঞ্জের খরচার হাওরের রাবার ড্যামের লিকেজ সমস্যা নিয়ে কৃষকদের মুখে অভিযোগ শুনে তাৎক্ষণিকভাবে সুনামগঞ্জ এলজিইডি’র নির্বাহী প্রকৌশলীকে ৭ দিনের মধ্যে মেরামত করার নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে ফোনে বলেন, ৭ দিনের মধ্যে রিপিয়ারিং না হলে, তোমাকে (প্রকৌশলীকে) রিপিয়ারিং করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, সিলেট বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজা উন-নবী, সিলেট রেঞ্জ ডিআইজি মুশফেকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর) মোহাম্মদ জাহিদুল ইসলাম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি