1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ

গাজায় গণগত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণগত্যার প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা গৌরীপুর উপজেলার উদ্যোগে পৌর শহরের পাটবাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় । মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করে।

বক্তরা বলেন ‘গাজার জনগণের সঙ্গে সংহতি জানিয়ে আমরা রাস্তায় নেমেছি। কারণ সেখানে ইসরায়েলী সেনারা ফিলিস্তিনিদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই বর্বরতা বন্ধ করতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি মুসলিম দেশগুলোর প্রতি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে কার্যকর প্রতিবাদ জানানোর দাবি জানান’।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা গৌরীপুর উপজেলা শাখার সভাপতি বিশ^জিৎ ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান, সদস্য প্রদীপ সরকার রানা, নিতীশ কুমার পÐিত অপু, নন্দ গোপাল পাল, শ্যামল চন্দ্র সরকার, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তাজিজুল ইসলাম রাঙা, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা গৌরীপুর উপজেলা মহিলা শাখার আহ্বায়ক সখিনা আক্তার বালা, সদস্য সচিব মনোয়ারা হায়াতী মিলি প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি