1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ০৭ মে ২০২৫, ০৩:০০ অপরাহ্ন

ভারতীয়দের গায়ে দুর্গন্ধ, বললেন অস্ট্রেলিয়ান দম্পতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

ভারতীয়দের গায়ে দুর্গন্ধ। দিল্লিতে একজনকে বলেছিলেন এক অস্ট্রেলিয়ান দম্পতি। তেমনই দাবি করেন ভারতের ওই যুবক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই যুবকের বক্তব্য ভাইরাল। এ নিয়ে হইচই পড়েছে সবত্র।

অস্ট্রেলিয়ান দম্পতির বিরুদ্ধে বৈষম্যবাদের অভিযোগও তুলে সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম রেডিটে ওই যুবক নিজের অভিজ্ঞতা শেয়ার করে করেছিলেন।

সেখানে জানিয়েছেন, সম্প্রতি দিল্লির কনট প্লেসে এক অস্ট্রেলীয় দম্পতির সঙ্গে পরিচয় হয় তার। ওই দম্পতি তার কাছে বিমানবন্দরে যাওয়ার রাস্তা জানতে চান। তাদের সাহায্যের জন্য এগিয়ে যান তিনি।

ওই দম্পতিকে কাছের মেট্রো স্টেশনে নিয়ে যান। কীভাবে মেট্রো করে বিমানবন্দরে যেতে হবে তা বুঝিয়ে দেন।

যুবকের দাবি, এরপর মেট্রোর জন্য অপেক্ষা করার সময় অস্ট্রেলিয়ান ব্যক্তি তাকে বলেন, ‘আপনার গন্ধ বাকি ভারতীয়দের মতো নয়। আপনার গন্ধ ভাল।’

এই শুনে অস্বস্তিতে পড়েন যুবক। তবে সেখানেই থেমে যাননি ওই ব্যক্তি।

তিনি আরও বলেন, ‘ইন্টারনেট ভারতীয়দের গায়ের দুর্গন্ধ নিয়ে ঠিকই বলে।’

তখন তা শুনে তার স্ত্রীও সম্মতিতে মাথা নাড়েন বলে জানান যুবক। দম্পতির এমন কথা শুনে তিনি অবাক হয়ে যান। কী প্রতিক্রিয়া জানাবেন বুঝতে পারেননি।

তখন রেডিটে তিনি লিখেছেন, ‘আমি অবাক হয়ে গিয়েছিলাম এবং অস্ট্রেলিয়ান ব্যক্তিকে ধন্যবাদ জানাব না কি আমার দেশের সমর্থনে কথা বলব তা বুঝতে পারিনি। শেষ পর্যন্ত, আমি কোনও উত্তর দিইনি। ওদের নয়াদিল্লি মেট্রো স্টেশন থেকে অরেঞ্জ লাইন নিতে বলে চলে যাই।’

যুবক আরও লিখেন, ‘সত্যিই খুব অদ্ভুত লেগেছিল। এক দিকে আমার প্রশংসা করা হয়, অন্য দিকে আমার দেশবাসীর বিরুদ্ধে বৈষম্যমূলক মন্তব্য করা হয়।’

যুবকের সেই পোস্ট ইতিমধ্যেই নেটিজেনদের মনোযোগ আকর্ষণ করেছে। তারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।

প্রতিক্রিয়ায় একজন বলেছেন, ‘আমি মনে করি না ওই দম্পতি আপনারও প্রশংসা করেছিল। আপনাকে খোঁচা দিতেই ওরা ওই কথা বলে।’

আরেকজন লিখেছেন, ‘এই ধরনের কথা বলা অভদ্রতা। আমাদের দেশে ঘুরতে এসে আমাদেরকেই এ সব বলার সাহস হয় কী করে!’

সূত্র- আনন্দবাজার পত্রিকা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি