1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন

বিনামূল্যে পথচারীদের ইফতার করালেন ‘জনতার ঈশ্বরগঞ্জ’

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

ঘড়ির কাঁটায় তখন বিকেল সাড়ে পাঁচটা। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পৌর শহরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের পাশে ভাসমান, দরিদ্র ও ছিন্নমূল মানুষের মধ্যে ইফতারি বিতরণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন’জনতার ঈশ্বরগঞ্জ’। হাতে ইফতারির প্যাকেট, সালাদের প্যাকেট, আর পানির বোতল তুলে দিচ্ছেন কয়েকজন তরুণ।

বিতরণকালে সংগঠনের স্বেচ্ছাসেবকরা জানান,এবার তারা ১৫০ জন রোজাদারের বিনামূল্যে ইফতার বিতরণ করছে। তাঁরা একটি প্যাকেটে ৭০ টাকার ইফতারসামগ্রী দিয়েছে। ইফতারির মধ্যে আছে খিচুড়ি, শসা,গাজর,লেবু ডিম, খেজুর ও বোতলজাত পানি। ঈদ উপলক্ষে তাঁরা এতিমদের মাঝে ঈদ উপহার ও ঈদ সামগ্রী বিতরণও করবে বলে জানান সংগঠনের সদস্যরা।

ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল। এসময় উপস্থিত ছিলেন- ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান, কোষাধ্যক্ষ রুহুল আমিন রিপন,সাংবাদিক রেজাউল করিম রাজু, রাকিবুল ইসলাম শুভ, জনতার ঈশ্বরগঞ্জ গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক, গ্রুপটির মডারেটর মো. আরিফুল হক, মহিউদ্দিন রানা, বায়েজিদ আহমেদ বিজয়,সোহাগ, আরিফ আল মামুন,মাসুম আহমেদ, মাজহারুল ইসলাম, আল-আমিন, রাকিবুল ইসলাম, মুস্তাকিম প্রমুখ। গ্রুপের প্রতিষ্ঠাতা মো. এহছানুল হক বলেন, ‘ প্রতি বছরের ন্যায় এ বছরও ছিন্নমূল মানুষের মুখে হাসি ফুটাতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

তিনি আরো বলেন,’জনতার ঈশ্বরগঞ্জ’ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই মানুষের কল্যাণে সর্বদা কাজ করে আসছে। শুধু তা-ই নয়, ভালো কাজের মধ্যদিয়ে ইতোমধ্যে সংগঠনটি বিভিন্ন শ্রেণির পেশার মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি