ময়মনসিংহের ধোবাউড়ায় একটি পুকুর খনন করতে গিয়ে বেরিয়ে এসেছে রাইফেলের বুলেট। খবর পেয়ে পরিত্যক্ত অবস্থায় শনিবার দুপুরে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, উপজেলার গোয়াতলা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এখলাছ উদ্দিন ও তার ভাইদের ৭৫ শতক জমির পুকুর থেকে ড্রেজার দিয়ে মাটি তোলা শুরু হয়। বৃহস্পতিবার মাটি সরানোর সময় ৭-৮ ফুট নিচে যেতেই বুলেট বের হতে থাকে। ওইদিন শ্রমিকেরা কাজ বন্ধ করে চলে গেলে শুক্রবার আর কাজ করেনি। কিন্তু কিছু শিশু গতকাল শুক্রবার সেখান থেকে মাটি খুঁড়ে বুলেট বের করে। সে বুলেট গুলো শিশুরা তাদের বাড়িতে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়। শনিবার বেলা ১ টার দিকে বুলেটের খবর পেয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গেলে আশপাশের বিভিন্ন বাড়ি থেকে ৬০ রাউন্ড বুলেট উদ্ধার করে। তবে বুলেটগুলো কারা, কেন রেখেছিল তা জানতে পারেনি পুলিশ।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, পরিত্যক্ত অবস্থায় ৬০ রাউন্ড রাইফেলের বুলেট উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।