রিকশা ও ভ্যান চালকদের ‘পড়শি’ নামে ডাকার আহ্বান জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে প্রচারাভিযান চালিয়েছেন প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন ভিনগোলার্ধ।
বুধবার বিকালে গৌরীপুর পৌর শহরের কালীখলা এলাকা থেকে প্রচারভিযানের উদ্বোধন করেন সংগঠনের গৌরীপুরের সমন্বয়ক মো. হারুন মিয়া।
প্রচারাভিযান উদ্বোধনের পর শহরের তিন শতাধিক রিকশা ও ভ্যান চালকদের পড়শি লোগো সম্বলিত টিশার্ট উপহার দেয়া হয়।
টি শার্টের সামনের অংশে লেখা রয়েছে পড়শি। পেছনে অংশে লেখা রয়েছে – প্রিয় আরোহী আমি আপনাকে পৌঁছে দেবো আপনার গন্তব্যে। আপনি আমাকে পড়শি নামে ডাকুন।
রিকশাচালক নূর হোসেন নূরু বলেন, আমরা গরিব মানুষ। পেটের দায়ে রিকশা চালাই। কিন্ত অনেক যাত্রী আছেন আমাদের ভালো ভাবে সম্বোধন করে ভালো আচরণ করেন। আবার কোন কোন যাত্রী তুই- তোকারি করে ডাকে। এই বিষয়গুলো আমাদের খারাপ লাগে। তাই পড়শি নামে ডাকলে আমরা খুশি।
গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ বলেন, পড়শি মানে প্রতিবেশী। আমরা আমাদের প্রতিবেশীর সাথে যেমন ভালো আচরণ করি। ঠিক তেমনি আমাদের রিকশা ও ভ্যান চালক ভাইদের সাথেও যেন তেমন ভালো আচরণ করি। স্বেচ্ছাসেবী সংগঠন ভিন গোলার্ধ আজকে চালকদের জন্য ভালোবাসা দেখিয়ে যে প্রচারাভিযান চালিয়েছে সেটা সত্যিই প্রশংসনীয়।
ভিনগোলার্ধের গৌরীপুরের সমন্বয়ক মো. হারুন মিয়া বলেন, রিকশা ও ভ্যান চালকরা আমাদের সমাজের মানুষ। তাদের ছোট করে দেখার সুযোগ নেই। কিন্ত অনেকেই আছেন যারা রিকশাচালকদে তুই- তোকারি করে সম্বোধন করে বলে এই খালি যাবি, এই মামা যাবি, এই রিকশাওয়ালা, এই ভ্যানওয়ালা এদিকে আয়। তুচ্ছ-তাচ্ছিল্য করে এমন করে ডাকে তাদের। তাই আমরা রিকশা চালকদের ‘পড়শি’ নামে ডাকার আহ্বান জানিয়ে শহরে প্রচারাভিযান চালিয়ে চালকদের পড়শি লোগো যুক্ত টিশার্ট উপহার দিয়েছি।
প্রচারভিযানে অংশ নেন গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন, উদীচীর সভাপতি ওবায়দুর রহমান, বসুন্ধরা শুভসংঘের সভাপতি শঙ্কর ঘোষ পিলু, তাসাদদুল করিম, শামীম হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ।