ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাসব্যাপী চলমান আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্য ষড়যন্ত্রমূলক কর্মসূচির বিরুদ্ধে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন খোকনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।
রবিবার ১৬ ফেব্রুয়ারি পৌর শহরের যাত্রী ছাউনির সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রাধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্মৃতিসৌধের সামনে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে আব্দুল্লাহ আল মামুন খোকন বলেন, স্বৈরাচারী হাসিনার আওয়ামী দোসরদের প্রতিহত করতে উপজেলা বিএনপি সব সময় প্রস্তুত রয়েছে। নৈরাজ্য সৃষ্টিকারী সকল আওয়ামী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে।