ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যুবলীগ,ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (৭ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃত ৩ নেতাকে আদালতে সোপর্দ করেছে ঈশ্বরগঞ্জ থানা-পুলিশ।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শরীফুজ্জামান আকন্দ রানা (৫৪), উপজেলার সরিষা ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন (৫০) ও ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মাহফুজুল ইসলাম সুজন (৩৮)।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে তাদের জেল হাজতে পাঠানো হয়।