1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা আটক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

চট্টগ্রামে ছেলের বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান থেকে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। গতকাল শনিবার রাতে নগরের টাইগারপাসের একটি কনভেনশন সেন্টার থেকে ফখরুল আনোয়ার চৌধুরী নামের ওই আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়। তিনি চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগেরর সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক। এ ছাড়া ছাত্র–জনতার আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের চাচা।

আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার (উত্তর) ফয়সাল আহম্মদ। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠান থেকে ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়েছে। তাঁর মামলার বিষয়ে যাচাই চলছে। আর বিয়েতে সাবেক সংসদ সদস্যদের কেউ ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও তাঁরা খোঁজ নিচ্ছেন।

জানা গেছে, নগরের টাইগারপাসের ওই কনভেনশন সেন্টারে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। কনে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের নাতনি। বিয়েতে চট্টগ্রামের ফটিকছড়ির দুই সাবেক সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী ও খাদিজাতুল আনোয়ারের উপস্থিত থাকার খবর ছড়িয়ে পড়ে।

এ খবর শুনে বৈষম্যবিরোধী আন্দোলনের একদল কর্মী কনভেনশন সেন্টারে হাজির হন। তখন তাঁরা ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’ স্লোগান দিতে থাকে। এ রকম একটা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সেখান থেকে বরের পিতা ও সাবেক সংসদ সদস্যের চাচা ফখরুল আনোয়ার চৌধুরীকে আটক করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি