1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ মার্চ ২০২৫, ১১:১০ অপরাহ্ন

ইজতেমা ময়দানে আখেরি মোনাজাতের অপেক্ষায় লাখো মুসল্লি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ আজ রোববার (২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে।

বিশ্ব ইজতেমায় তিন দিনের অংশগ্রহণকারীরা তো আছেনই, শুধু আখেরি মোনাজাতে শরিক হতে দেশের বিভিন্ন স্থান থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শনিবার রাত থেকে ইজতেমা ময়দানের উদ্দেশ্যে আসছেন। সকালেও মুসল্লিদের আসতে দেখা গেছে। তারা আখেরি মোনাজাতের অপেক্ষায় রয়েছেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে ময়মনসিংহের ভালুকা থেকে বিশ্ব ইজতেমা ময়দানে এসেছেন মাহফুজুর রহমান। তিনি বলেন, পরিবহন সংকট এড়াতে রোববারের আখেরি মোনাজাতে অংশ নিতে শনিবার রাতেই ইজতেমা ময়দানে এসেছি। রাতে কামারপাড়া সড়কের ফুটপাতে অবস্থান নিয়েছিলাম। সেখানেই ফজরের নামাজ আদায় করে হেদায়াতি বয়ান শুনছেন, এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন।

মোটরসাইকেল নিয়ে রাত ২টায় টাঙ্গাইলের সখিপুর থেকে ময়দানে এসেছেন নাজমুল হোসেন। তিনি জানান, চার বন্ধু দুই মোটরসাইকেলের করে রাত ২টায় বাড়ি থেকে রওনা দিয়ে চারটার দিকে ময়দানে এসে পৌঁছেছেন। ফজরের নামাজ পড়ে এখন আখেরি মোনাজাতের অপেক্ষায় আছেন তারা।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ময়দানের আশপাশে মুসল্লিদের উপস্থিতি বাড়ছে। ময়দান ছাপিয়ে মহাসড়ক, ফ্লাইওভারের ওপরে অবস্থান নিয়েছেন মুসল্লিরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি