ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মাদক-কারবারিদের আস্তানায় হানা দিয়ে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ দুই মাদক কারবারিকে পুলিশে দিয়েছে উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
আজ (৩০ জানুয়ারি) বৃহস্পতিবার দুপরে ওই দুই মাদক কারবারিকে আদালতে সোপর্দ করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ।
এর আগে গত বুুধবার বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে এক গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার চরনিখলা গ্রামের পাটবাজার পুকুর সংলগ্ন মাদক কারবারিদের একটি আস্তানা ঘেরাও করে উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পরে আস্তানা থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণসহ ২ মাদক কারবারিকে আটকে রেখে পুলিশে খবর দেন বিএনপি নেতাকর্মীরা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করে। এ সময় দুইজনকে গ্রুেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই এলাকার সন্তোষরামের ছেলে রাজারাম(৩৭), রাম প্রসাদ গৌড়ের ছেলে মতিলাল গৌড় (৪৭)।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য এ,একেএম হারুন-অর-রশিদ বলেন,’ দীর্ঘদিন যাবৎ রাজারাম ও মতিলাল পৌর এলাকার পাটবাজারে মদ ও বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিল। আমাদের সম্ভাবনাময় যুবসমাজ ওদের মাদকাসক্তির কবলে পড়ে ধংসের দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। ফলে তারুন্য আজ নেশাগ্রস্ত, মুখ থুবড়ে পড়েছে সামগ্রিক সম্ভাবনা। মাদকমুক্ত সমাজ বিনির্মাণের লক্ষ্যে দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকদের সঙ্গে নিয়ে মাদকারবারিদের আস্তানা ঘেরাও করে পুলিশকে খবর দেই। মাদক-বিরোধী আমাদের এ ধরণের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. ওবায়দুর রহমান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে চোলাইমদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত ২ জনকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।