ময়মনসিংহের গৌরীপুর রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম আহ্বায়ক কমিটির আহ্বায়ক বদরুল আলম সোহেল ও সদস্য সচিব নুরুজ্জামান সোহেল।
শনিবার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বদরুল আলম সোহেল কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সভায় সর্বসম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে প্রধান উপদেষ্টা করা হয়েছে বিদ্যালয়ের এসএসসি ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী অ্যাডভোকেট আব্দুল জলিল মুন্সিকে।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-আহবায়ক – খায়ের উদ্দিন রতন, কাজী আব্দুল্লাহ্ আল আমিন, হুমায়ুন কবির সুমন, ইফতি বাবু রানা, গোলাম কাজিয়েল হাজাত মুন্সি শাহি, তানভীর ফয়সাল পিয়াস, এ কে এম সাজ্জাত বিপুল, ইমন সরকার রুপম, সদস্য – শেখ জুবায়ের, হাক্কেল মবিন মুন্সি, আশরাফুল আলম, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম রক্তিম, মো মাজাহারুল ইসলাম প্রত্যয়, বাহালুল মুন্সী, এ বি এম মাহমুদুল হাসান মিম।
সদস্য সচিব নুরুজ্জামান সোহেল বলেন, শত বছরের বেশি প্রাচীন রাজেন্দ্র কিশোর সরকারি উচ্চ বিদ্যালয়। এখান থেকে পাস করা শিক্ষার্থীরা ইতোমধ্যে দেশে এবং বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে কাজ করছেন। কিন্তু অ্যালামনাই অ্যাসোসিয়েশন না থাকায় প্রাক্তন ছাত্রদের মধ্যে তেমন কোন সম্পর্কের ভিত গড়ে ওঠেনি। এবার অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবে রুপ নিচ্ছে।