1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৭:১১ অপরাহ্ন

পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান উমামার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর ইউনিফর্ম পরিবর্তন করে নতুন রঙের ইউনিফর্ম নির্ধারণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

গত ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সভায় পুলিশের নতুন পোশাক হবে লোহার (আয়রন), র‍্যাবের পোশাক হবে জলপাই (অলিভ) এবং আনসারের পোশাক হবে সোনালি গমের (গোল্ডেন হুইট) রংয়ের।

নতুন এই পোশাকের রং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পক্ষে-বিপক্ষে চলছে বেশ আলোচনা। আর এই আলোচনার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির মুখপাত্র উমামা ফাতেমার একটি সাক্ষাৎকারের কিছু অংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

যেখানে পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই সমন্বয়ক।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে এক প্রশ্নের জবাবে উমামা ফাতেমা বলেন, পুলিশের দ্রুততম সময়ে গোলাপি পোশাক দেওয়া উচিত। আমার মনে হয় যে, গোলাপি ভালো একটি প্রতীক, পোশাক হিসেবে। গোলাপি একটি আই সুদিং কালার।

তবে পুলিশের সব ইউনিটের জন্য গোলাপি পোশাক দরকার নেই ইঙ্গিত করে তিনি বলেন, যারা মানুষকে এরেস্ট করে তাদের আবার গোলাপি দেওয়ার মানে হয় না। যারা ট্রাফিক কন্ট্রোল করে তাদের ক্ষেত্রে হয়তো গোলাপি পোশাক দেওয়া যায়।

উমামা ফাতেমার ওই ভিডিওটি সম্প্রতি ভাইরাল হলেও সাক্ষাৎকারটি উমামা ফাতেমা পুলিশের পোশাকের রঙ পরিবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে না কি পরে দিয়েছেন, সেটি নিশ্চিত হওয়া যায়নি।

প্রসঙ্গত, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর পুলিশ বাহিনী সংস্কারের দাবি ওঠে। একই সঙ্গে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীর পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি