ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও তার স্ত্রী শারমিন গোলন্দাজের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান। তাদের বিরুদ্ধে প্রায় ৬৪ কোটি টাকার সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
ব্রিফিংয়ে আক্তার হোসেন জানান, ময়মনসিংহ-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ১১ লাখ ২০ হাজার ৫৭৩ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেছেন।
এছাড়া তিনি নিজের নামের ১৬টি ব্যাংক হিসাবে ২০১২ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের সেপ্টেম্বরের মধ্যে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩৭ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার টাকা জমা এবং ২৩ কোটি ৬১ লাখ ৯৭ হাজার টাকা উত্তোলন করে মোট ৬০ কোটি ৯৮ লঅখ ৪০ হাজার টাকা লেনদেন করেছেন। এছাড়াও ৮৬ হাজার ৭৯ মার্কিন ডলার জমা ও ৮৫ হাজার ৫৬৭ মার্কিন ডলার উত্তোলন করে এক লাখ ৭১ হাজার ৬৪৬ মার্কিন ডলারের অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করে দুর্নীতি দমন কমিশন আইন, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, শারমিন গোলন্দাজ স্বামী ফাহমী গোলন্দাজ বাবেলের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ এক কোটি ২ লাখ ৯৭ হাজার ৪৬০ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন। তার নিজের নামের তিনটি ব্যাংক হিসাবে ২ কোটি ২৭ লাখ ১৯ হাজার ৯৭৯ টাকা জমা এবং ৯০ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকা উত্তোলন করে মোট ৩ কোটি ১৭ লাখ ৮৯ হাজার ১৭২ টাকার অস্বাভাবিক লেনদেন করে অবৈধ অর্থ গোপন ও আড়াল করার উদ্দেশ্যে হস্তান্তর ও স্থানান্তর করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন বিধায় তাদের দুজনকে আসামি করে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।