ময়মনসিংহের গৌরীপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সহস্রাধিক দুস্থ ও অসহায় মানুষকে নতুন শীতের কম্বল উপহার দেয়া হয়েছে।
সোমবার বাদ মাগরিব পৌর শহরের পাটবাজার এলাকায় স্থানীয় বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মদ তায়েবুর রহমান হিরণ দুস্থ ও অসহায় মানুষের হাতে হাতে উপহারের নতুন কম্বল তুলে দেন। অপ্রত্যাশিত ভাবে নতুন কম্বল উপহার পেয়ে দুস্থ ও অসহায় মানুষের মুখে হাসি ফুটে উঠে।
প্রধান অতিথি আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বিএনপি একটি গণমানুষের দল। বিএনপি সবসসম অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করে। এই শীতে শীতবস্ত্র না থাকায় আমাদের অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষগুলো শীতের মধ্যে কষ্টে জীবনযাপন করছিল। তাদের পাশে দাঁড়াতে আমরা সহস্রাধিক নতুন কম্বল দুস্থ ও অসহায় মানুষকে উপহার দেয়া হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে অংশ নেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান তালুকদার, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি তাজুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ, আতাউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান সিরাজ, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি হুমাযুন কবির, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, মাসুদ পারভেজ কার্জন প্রমুখ।