মাদক নির্মূলে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সমাজসেবা ক্যাটাগরিতে খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুরের সাবেক উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বর্তমানে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে দায়িত্ব পালন করেছেন।
শনিবার দুপুরে গৌরীপুর পৌর শহরের ধানমহাল এলাকায় ক্রিয়েটিভ এসোসিয়শনের হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দি ইলেক্টোরাল কটিটি ফর খাজা ওসমান খাঁ সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির সহসভাপতি মোঃ আলী জিন্নাহ খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড বিজয়ী হিসাবে হাসান মারুফের নাম ঘোষণা করেন।
আয়োজকরা জানান, হাসান মারুফের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর পাস মারুফ ৩৩তম বিসিএসে প্রশাসনে যোগ দেন। ২০২০ সালের ১০ আগস্ট থেকে ২০২২ সালে ২৭ সেপ্টেম্বর সেপ্টম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন হাসান মারুফ। দায়িত্বে থাকাকালীন ১০৬ টি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মাদক নির্মূলে বিশেষ ভূমিকা পালন করেন। ওই অবদানের স্বীকৃতি স্বরুপ হাসান মারুফকে খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
হাসান মারুফ ছাড়াও আরো ছয় গুণী খাজা ওসমান খাঁ অ্যাওয়ার্ড পেয়েছেন। তারা হলেন ভাষা সাহিত্য- কবি ও সাহিত্যিক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজাহান। সাংবাদিকতা- মোস্তাফিজুর রহমান, মো. শাহ জামাল। বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা- ড. মো. শাহ কামাল খান, ড. মুহাম্মদ শরীফুল ইসলাম। সমাজসেবা-হাসান মারুফ ও তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী।
অ্যাওয়ার্ড প্রদান কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার বলেন, আজকে আনুষ্ঠানিক ভাবে খাজা ওসমা খাঁ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ষোষণা করা হয়েছে। দ্রুত আনুষ্ঠানিক ভাবে বিজয়ীদের মাঝে সম্মনান ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে।
প্রসঙ্গত, খাজা উসমান খাঁ ছিলেন বারো ভূঁইয়্যাদের একজন ও বাংলার সর্বশেষ আফগান সর্দার। তার ঐতিহাসিক দুর্গ ছিল ময়মনসিংহের গৌরীপুরের বোকাইনগরে। ২০১৯ সাল থেকে এসিক অ্যাসোসিয়েশন ও ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে দুই বছর পর পর এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।