‘মানবতা বোধ, জাগ্রত হউক, বিবেকের তাড়নায়’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে দরিদ্র, অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় শহরের রানীগঞ্জ বাজারে ক্লাব’৯৭ এই কর্মসুচির আয়োজন করে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ও ক্লাব’৯৭ এর সাধারণ সম্পাদক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে ক্লাবের কোষাধ্যক্ষ হাফিজুর রহমান হাফিজ, সদস্য সবুজ, ময়না, বাদল, বাবু, মিন্টু, শাওন, রাজিব, রিপন, রাকিবসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা বলেন, তীব্র শৈত্যপ্রবাহে অসহায়, দরিদ্ররা শীতে কষ্ট করছে। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। শীতে সমাজের নিম্ন আয়ের মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে বিভিন্ন সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা। পরে দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।