‘বন্ধুত্ব ও ভবিষ্যত’ এই স্লোগানকে ধারণ করে ময়মনসিংহের আনন্দমোহন কলেজের গণিত বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের (২০১৩-১৪ সেশন) নিয়ে গঠিত সিগমা ফিউচার ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছে।
শুক্রবার নগরীর জয়নুল পার্কের একটি রেস্তোরায় ফাউন্ডেশনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর শফি উদ্দিন শেখ, নেত্রকোনা সরকারি কলেজের অধ্যক্ষ ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মো. আবু তাহের খান ও আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক একেএম জিয়াউল ইসলাম।
সিগমা ফিউচার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহমুদুল হাসান ফাহাদের সভাপতিত্বে ও পরিচালক (অফিস) সৈয়দ মুস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সদস্যরা তাদের মতামত ব্যক্ত করেন ও ফাউন্ডেশনটি এগিয়ে নিয়ে নানা পরিকল্পনার কথা জানান।