1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে টেডএক্স ইভেন্ট ২৫ জানুয়ারি সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষের সাথে মেডিকেলে ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় জামালপুরে প্লাস্টিক বর্জ্যের বিনিময়ে শাক-সবজি প্রদান জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া বেরোবিতে পরীক্ষা না দিয়েও ছাত্রলীগ নেত্রী পাস জাতিসংঘের মহাসচিবের সঙ্গে ড. ইউনূসের সাক্ষাৎ আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী হাসিনার গোপন কারাগারে আটক থাকত শিশুরাও, দেওয়া হতো না মায়ের দুধ ‘দিনের ভোট রাতে করা ডিসিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু’ পুলিশের পোশাক গোলাপি করার আহ্বান উমামার

টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত

শফিকুল ইসলাম, জামালপুর
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশন জামালপুরের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিষ্ট বেলাল হোসেন শান্তকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচন করা হয়।

টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ফয়সাল মো: আতিক, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, জামালপুর টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মিন্টু, বৈশাখী টিভির সাংবাদিক আনোয়ার হোসেন মুক্তা, এসএ টিভির ফজলে এলাহী মাকাম, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন জামালপুরের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, টেলিভিশনের ক্যামেরা জার্নালিষ্টরা সবসময় ক্যামেরার পেছনে থেকে জীবনের ঝুকি নিয়ে সংবাদ পরিবেশন করে। কিন্তু তাদের নিরাপত্তা ও আর্থিক সুবিধার ক্ষেত্রে টেলিভিশন কর্তৃপক্ষ ও সরকার তেমন কোন উল্লেখযোগ্য পদক্ষেপ নেয়নি। বস্তুনিষ্ট সংবাদ উপস্থপনের জন্য সাংবাদিক ও ক্যামেরা জার্নালিষ্টদের সহযোগীতা করার জন্য প্রশাসনসহ সবাইকে বিশেষভাবে সহযোগীতা করার আহবান জানানো হয়।

পরে সংগঠনটির নবগঠিত কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন প্রধান অতিথি পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। এনটিভির ক্যামেরা জার্নালিষ্ট শফিকুল ইসলামকে সভাপতি ও চ্যানেল আইয়ের ক্যামেরা জার্নালিষ্ট বেলাল হোসেন শান্তকে সাধারন সম্পাদক করে এগার সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্যরা হলেন- সহ সভাপতি সময় টিভির ক্যামেরা জার্নালিষ্ট আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের ক্যামেরা জার্নালিষ্ট আল-আমিন, সাংগঠনিক সম্পাদক ডিবিসি নিউজের ক্যামেরা জার্নালিষ্ট মাশফি আকন্দ, কোষাধ্যক্ষ ইনডিপেন্ডেন্ট টিভির ক্যামেরা জার্নালিষ্ট শাওন মোল্লা, দপ্তর সম্পাদক মাছরাঙ্গা টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মাসুম মিয়া, সাহিত্য ও ক্রীড়া সম্পাদক বাংলা টিভির ক্যামেরা জার্নালিষ্ট তৌফিকুল ইসলাম তুর্জ, কার্যনির্বাহী সদস্য যথাক্রমে আরটিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মাসুদ রানা, মাইটিভির ক্যামেরা জার্নালিষ্ট রাজু মোল্লা, একাত্তর টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: লিটন মিয়া বাবু। এছাড়াও সংগঠনের সাধারণ সদস্য হলেন- নাগরিক টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: রবিউল ইসলাম নিশাত, এসএ টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: সোহেল রানা, এখন টিভির ক্যামেরা জার্নালিষ্ট মাহিম আহম্মেদ, গ্লোবাল টিভির ক্যামেরা জার্নালিষ্ট মো: মজিদ হোসেন, রুপসী বাংলা টিভির ক্যামেরা জার্নালিষ্ট রাসেদুল ইসলাম স¤্রাট। এরপর প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা ও নৈশ্যভোজের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি