1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ

১৮ হাজার ভারতীয়কে তাড়ানোর পরিকল্পনা ট্রাম্পের

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

যুক্তরাষ্ট্রে প্রায় ২৮ লাখ ভারতীয় বংশোদ্ভূত মানুষ বসবাস করে। এদের একটি বড় অংশই অবৈধভাবে সেখানে রয়েছেন। আর নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েছেন, দেশ থেকে অবৈধ অভিবাসীদের তাড়াবেন। নির্বাচনী প্রচারণায় এ প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী, প্রথম ধাপে প্রায় ১৫ লাখ অবৈধ অভিবাসীকে আমেরিকা থেকে বের করে দেওয়া হবে। আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সম্প্রতি এর একটি তালিকাও করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের যে তালিকা করা হয়েছে তাতে রয়েছে প্রায় ১৮ হাজার ভারতীয় নাগরিকের নাম। বেশিরভাগই ভারতের গুজরাট, পাঞ্জাব এবং অন্ধ্র প্রদেশ থেকে যুক্তরাষ্ট্রে গেছেন এবং অবৈধভাবে সেখানে বসবাস করছেন।

আগামী বছরের ২০ জানুয়ারি ক্ষমতায় বসতে যাচ্ছেন ট্রাম্প। এরপর প্রথমদিকেই অভিবাসন নীতিতে হাত দিতে পারেন তিনি। আর এর মধ্যেই তালিকায় থাকা ১৫ লাখ অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

গেল বৃহস্পতিবার টাইম ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে সেনাবাহিনীকেও ব্যবহার করবেন তিনি। যদিও দেশটির অভ্যন্তরে সেনাবাহিনীর ব্যবহার সীমিত রাখার আইন রয়েছে।

কিন্তু ট্রাম্প অবৈধ অভিবাসীদের ওয়াশিংটনের জন্য হুমকি মনে করে এমন সিদ্ধান্ত নিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি