জুলাইয়ে কোটা আন্দোলন চলাকালে ইন্টারনেট বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে জিজ্ঞাসাবাদ করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা আগামী ১৮ ডিসেম্বর জিজ্ঞাসাবাদের তারিখ নির্ধারণ করেছে।
আজ বৃহস্পতিবার ট্রাইব্যুনালের প্রসিকিউটরের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন ট্রাইব্যুনাল।
একইসঙ্গে যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকেও একদিনের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে যাত্রাবাড়ী এলাকায় শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলার তদন্ত চলমান।
পলক, জাহিদ মালেক ও মির্জা আজমের বিরুদ্ধে দুদক তদন্ত
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাহিদ মালেক ও তার ছেলে, পলক ও তার স্ত্রী এবং মির্জা আজম ও তার স্ত্রীর বিরুদ্ধে ছয়টি পৃথক মামলার অনুমোদন দিয়েছে দুদক।
তাদের বিরুদ্ধে অবৈধ উপায়ে সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে এক সভায় তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।