বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গুমের শিকার সকল নেতা-কর্মী ও নাগরিকদের মুক্তির দাবিতে ময়মনসিংহের গৌরীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মঙ্গলবার দুপুরে গৌরীপুর সরকারি কলেজ ফটকের সামনের সড়কে উপজেলা, পৌর ও গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, আমাদের দলীয় নেতা-কর্মী সহ যেসকল নাগরিক গুমের শিকার হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি স্বৈরাচার আওয়ামী লীগ সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্মম হত্যকাÐ এবং দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের ঘটনায়ও যথাযথ বিচারের দাবি জানাচ্ছি।
কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আবিদ হাসান রাহাত, সদস্য শাহিনুল ইসলাম হৃদয়, তাওহীদুল ইসলাম সরকার, মুকছেদুল মোমেন, মোস্তাকিম বাবু, খায়রুল ইসলাম, শাহিনুল ইসলাম হৃদয়, কিশোরগঞ্জ পলিটেকনিকেল ছাত্রদলে প্রতিষ্ঠাতা আহ্বায়ক সাদ্দাম হোসেন তালুকদার, ময়মনসিংহ উত্তর জেলা নবীনদলের সহসভাপতি রিয়াদ হাসান, ২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি তোফাজ্জল হোসেন শাকিল, সাধারণ সম্পাদক কাজল মিয়া, ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি স্বাদ খান,৬ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রাকিব ভূইয়া, গৌরীপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি আলাদীন মোল্লা, মোঃ আশিক, বিজয় বাউই, এনায়তুল কবির স্বাদ, আল-আমিন প্রমুখ।