চট্রগ্রামে ২৬/১/২৪ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে বাংলাদেশ বার কাউন্সিল দেশের সকল আইনজীবী সমিতিতে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি ঘোষণা করেন।
তারই অংশ হিসেবে আজ ৫ ডিসেম্বর, ২০২৪ বুধবার ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতি প্রাঙ্গণে কালো পতাকা উত্তোলন ও সকল সদস্যগণ কালো ব্যাজ ধারণ করেছেন।
সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক ও সাধারণ সস্পাদক অ্যাডভোকেট মোঃ আবুল কালাম বাংলাদেশ বার কাউন্সিলের নির্দেশনা অনুযায়ী কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করতে সকল আইনজীবীদের মধ্যে ব্যাজ প্রদান করেন। একই সাথে আলিফ হত্যায় জড়িত সকল আসামীদের গ্রেফতার ও দ্রুত বিচারে সর্বোচ্চ শাস্তি কামনা করেন।
উল্লেখ্য যে, চট্রগ্রামে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে নির্মমভাবে হত্যা করা হয়।