1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৯:১৫ পূর্বাহ্ন

ঈশ্বরগঞ্জে শিশু হত্যার ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শিশুকে হত্যার ঘটনায় রাসেল মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার রাসেল মিয়া একই উপজেলার আলাদিয়ার আলগী গ্রামের হক মিয়ার ছেলে। নিহত জিয়ারুল হক (১৫) একই গ্রামের আলাল উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, গত ২৮ অক্টোবর সন্ধ্যায় ঈশ্বরগঞ্জের উচাখিলা কলা বাজারে পূর্বশত্রুতার জের ধরে জিয়ারুলের সাথে হক মিয়ার কথা-কাটাকাটি হয়। পরদিন বেলা সাড়ে ১২টার দিকে জিয়ারুল বাড়ী থেকে অটোরিকশাযোগে উচাখিলা বাজারে আসার পথে উচাখিলা কাচারী সংলগ্ন রড সিমেন্টের দোকানের সামনে পর্যন্ত আসতেই হক মিয়া ও তার ছেলে রাসেল মিয়াসহ কয়েকজন গাড়ি আটকিয়ে হত্যার চেষ্টা করে। এমতাবস্থায় জিয়ারুল প্রাণ রক্ষার্থে অটোরিকশা থেকে নেমে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে দেশীয় অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর আহত করে। এতে জিয়ারুল মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মারা যান। এ ঘটনায় ৩০ অক্টোবর নিহতের বাবা আলাল উদ্দিন থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দপ্তরের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ঘটনাটি র‌্যাবের নজরে আসলে ছায়া তদন্ত শুরু করে হত্যায় জড়িতদের আইনের আওতায় আনতে চেষ্টা চালানো হয়। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে ময়মনসিংহ সদরের দাপুনিয়া এলাকায় অভিযান চালিয়ে রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করতে চেষ্টা অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি