বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘শেখের বেটি নাকি পালায় না, তাহলে আজ তিনি কোথায়।’ দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘নিজ দলের কর্মীদের রেখে শেখ হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার সমর্থকরা এখনো পালায়নি। তারা ভাবছে, আবার ক্ষমতায় আসবে। তবে জনগণকে সতর্ক থাকতে হবে, যেন কোনোদিন মাফিয়া সরকার আবার ক্ষমতায় না ফিরে আসে।’
মঙ্গলবার (১২ নভেম্বর) বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে সুলতান উদ্দিন মাস্টার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘১৬ বছর ধরে বিএনপিকে ভয় দেখিয়ে ও বিভিন্নভাবে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছে। তবে এখন ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে আবার কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠন করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের রোডম্যাপ ঘোষণা করতে হবে, যাতে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করা যায়।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামান। বিশেষ অতিথি ছিলেন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস এবং রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার তুলে দেন।