সাফ নারী চ্যাম্পিয়ন শীপে দ্বিতীয় বারের বাংলাদেশ শিরোপা জেতায় নারী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে।
শুক্রবার দুপুরে পাঠক সংগঠন স্বজন সমাবেশের উদ্যোগে পৌর শহরের শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রা শেষে শহরের হাতেম আলী রোডে পাঠক সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাঠক সংগঠনের সভাপতি এমদাদুল হক বলেন, ‘সাফ নারী চ্যাম্পিয়ন শীপে বাংলাদেশ শিরোপা জেতায় আমাদের আনন্দের মাত্রাটা একটু বেশি। কারণ বিজয়ী দলের অধিকাংশ খেলোয়াড় আমাদের ময়মনসিংহের। তাই আমরা শোভাযাত্রা করে সবাইকে নিয়ে বিজয়ের আনন্দ উদযাপন করছি’।
সিপিবির সাধারণ সম্পাদক কমরেড হারুন আল বারী বলেন, ‘নেপালকে কাঁদিয়ে সাফ নারী চ্যাম্পিয়ন শীপের শিরোপা ধরে রেখেছে লাল-সবুজের অদম্য মেয়েরা। দেশের ফুটবলে যা এক নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জেতে সেটা ধরে রাখার কৃতিত্ব ছেলেরা দেখাতে পারেনি কখনো। কিন্তু সাবিনা খাতুনের নেতৃত্ব মেয়েরা সেটা পেরেছে’।
গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন বলেন,’ বাংলাদেশের মেয়েদের ব্যক্তিগত নৈপুণ্যে কাছে নেপালের মেয়েদের হারতে হয়েছে আবার। এই জয়ে আলাদাভাবে বলতে হবে ঋতুপর্ণার কথা। প্রথমার্ধে কিছুটা নিষ্প্রভ থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ গোল করে দলকে বিজয়ী করেছে’।
সংগঠনের সাধারণ সাধারণ সম্পাদক সেলিম আল রাজ সেলিম আল রাজের সঞ্চালনায় বক্তব্য দেন ক্লাব ৯৭’র মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিজন চন্দ্র সরকার, সম্প্রীতির বন্ধ কো-অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, গৌরীপুর প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক সুজন দাস, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাধারণ সম্পাদক আল ইমরান মুক্তা, ইসরাত জাহান লাকী, সাংবাদিক মোখলেছুর রহমান প্রমুখ।