ময়মনসিংজের গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী স্বপ্না বসাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকালে দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে সাব- রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরদের সহযোগিতায় সাব- রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি স্বপ্না বসাক অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য করার পাশাপাশি দলিল লেখকদের সাথে অশালীন আচরণ ও হয়রানি করে যাচ্ছেন। তিনি কমিশন ছাড়া দলিল করেন না। সেরেস্তার নামেও প্রতিটি দলিল ঘুষ দিতে হয়। তাকে এ অফিস থেকে অপসারণের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্স, দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টো, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, দীপক চন্দ্র পন্ডিত, শ্যামল চন্দ্র সরকার, মো. আশিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, মো. শেখ সাদী, মো. হারুন অর রশিদ, মো. মঞ্জুরুল হক, মো. মতিউর রহমান খান প্রমুখ
এসব অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী স্বপ্না বসাক বলেন, যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি কাউকে হয়রানি করি না। কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। এসব বিষয়ে আমার কিছু জানা নেই।
উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শোনেছি।। আমার নিকট এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।