1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত একজনের নামে কয়টি সিম থাকবে, জানাল বিটিআরসি বৈঠকেও তিন উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক অনুষ্ঠিত প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির ৪ সদস্যের প্রতিনিধি দল অর্পিত দায়িত্বে বাধা এলে জনসমক্ষে তা উত্থাপন করে সিদ্ধান্ত নেবে সরকার জিএম কাদেরের বিরুদ্ধে ঢাকার আদালতে মনোনয়ন বাণিজ্য ও ডাকাতির মামলা প্রধান উপদেষ্টা আমাদের সঙ্গে থাকছেন : পরিকল্পনা উপদেষ্টা শত কোটি টাকা লোপাট: উপদেষ্টা আসিফের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক নির্বাচনসহ তিন ইস্যুতে রোডম্যাপের আহ্বান এনসিপির

অফিস সহকারী স্বপ্না’র অপসারণ দাবি জানাল দলিল লেখকরা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

ময়মনসিংজের গৌরীপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী স্বপ্না বসাকের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে মানববন্ধ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার শাখার উদ্যোগে সাব- রেজিস্ট্রি অফিসের সামনে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসরদের সহযোগিতায় সাব- রেজিস্ট্রি অফিসের অফিস সহকারি স্বপ্না বসাক অফিসে দুর্নীতি, ঘুষ বাণিজ্য করার পাশাপাশি দলিল লেখকদের সাথে অশালীন আচরণ ও হয়রানি করে যাচ্ছেন। তিনি কমিশন ছাড়া দলিল করেন না। সেরেস্তার নামেও প্রতিটি দলিল ঘুষ দিতে হয়। তাকে এ অফিস থেকে অপসারণের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য দেন বাংলাদেশ দলিল লেখক সমিতি গৌরীপুর উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম হাচিবেশ শাহীদ মুন্স, দলিল লেখক আব্দুল মান্নান সরকার, আতাউর রহমান সোহেল, একেএম শাহজাহান কাদের, মো. শফিকুল আলম ভূট্টো, মো. গোলাম মোস্তফা, মো. শহিদুল ইসলাম, দীপক চন্দ্র পন্ডিত, শ্যামল চন্দ্র সরকার, মো. আশিকুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. বাহার উদ্দিন, মো. শেখ সাদী, মো. হারুন অর রশিদ, মো. মঞ্জুরুল হক, মো. মতিউর রহমান খান প্রমুখ

এসব অভিযোগ প্রসঙ্গে অফিস সহকারী স্বপ্না বসাক বলেন, যেসব অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। আমি কাউকে হয়রানি করি না। কোনো দুর্নীতির সঙ্গেও জড়িত নই। এসব বিষয়ে আমার কিছু জানা নেই।

উপজেলা সাব-রেজিস্ট্রার মো. রফিকুল ইসলাম বলেন, মানববন্ধনের বিষয়টি শোনেছি।। আমার নিকট এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করে নাই। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি