আজ সকালে শহরের ফৌজদারী চত্বরে জেলা প্রশাসন ও বাজার টাস্কফোর্স এই ন্যায্য মূল্যের দোকান উদ্বোধনের আয়োজন করে।
ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া সাধারণ ক্রেতাদের হাতে ন্যায্য মূল্যে পণ্য তুলে দিয়ে এই কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক হাছিনা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, কৃষি বিপনন কর্মকর্তা মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া জানান, কৃষকের উৎপাদিত পণ্য সরাসরি ক্রয় করে এখান থেকে বিক্রয় করা হবে।
বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, শাক-সবজি, ডিম ইত্যাদি নির্দিষ্ট পরিমানে ও সরকার নির্ধারিত ন্যায্য মূল্যে ক্রেতারা কিনতে পারবে।
পর্যায়ক্রমে শহরের অন্যান্য এলাকায় ও উপজেলাগুলোতে এই ন্যায্য মূল্যের খোলা বাজার সম্প্রসারণ করা হবে।