1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৫:০৩ পূর্বাহ্ন

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শাহরিয়ার জিপিএ-৪.৮৩ পেয়েছেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে মারা যাওয়ার আগে মাত্র পাঁচটি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজের এইচএসসি পরীক্ষার্থী শেখ শাহরিয়ার বিন মতিন। আন্দোলনের জেরে পরীক্ষা স্থগিত হওয়ায় ঢাকায় মায়ের কাছে চলে গিয়েছিলেন তিনি।

সেখান থেকে আন্দোলনে অংশ নিয়ে ১৮ জুলাই বিকেলে ঢাকার মিরপুর–১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন। গুলি ডান চোখের পাশ দিয়ে ঢুকে মাথা ভেদ করে বের হয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ২০ জুলাই শাহরিয়ার মারা যান।

রাজনৈতিক পটপরিবর্তনের পর সরকার পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করলে শিক্ষার্থীদের দাবির মুখে তা বাতিল হয়ে যায়। বাতিল পরীক্ষার ফলাফল এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং করে আজ মঙ্গলবার এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে শাহরিয়ার জিপিএ–৪.৮৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলের ফলাফল দেখে কান্নায় ভেঙে পড়েছেন ওমরা হজ করতে সৌদি আরবে অবস্থান করা মা-বাবা ও বোন।

শাহরিয়ারের গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামে। ওই গ্রামের শেখ আবদুল মতিন ও মা মমতাজ বেগমের একমাত্র ছেলে সে। ছোট বোন শেখ মুনতাহিনাও (৮) মা-বাবার সঙ্গে এখন সৌদিতে আছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি