1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:০০ অপরাহ্ন

গৌরীপুরে স্বেচ্ছাসেবক দল নেতা কালামের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম ফকিরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকালে গৌরীপুর উপজেলা ও পৌর শাখা স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে পৌর শহরে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহর প্রদক্ষিণ করে উত্তরবাজার এলাকায় এসে সমাবেশ করে। সমাবেশে বক্তারা আবুল কালাম ফকিরের ওপর হামলার প্রতিবাদ জানানোর পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলত শাস্তির দাবি জানান।

ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, সদস্য হৃদয় পাশা মহসীন, উপজেলা স্বেচ্ছাদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আকন্দ সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হোসেন তারেক, যুগ্ম আহ্বায়ক জোবায়ের হোসেন আকাশ, আতিকুল ইসলাম সোহাগ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিপন সরকার, মাহফুজ উজ জামান হৃদয়, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম উদয়, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-আমিন, সাদ্দাম হোসেন, ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শেখ রুবেল, স্বেচ্ছাসেবক দল নেতা কামরুল ইসলাম চৌধুরী, জিন্নাতুল হক শ্রাবণ প্রমুখ।

গত ৮ অক্টোবর মঙ্গলবার উপজেলার কলতাপাড়া এলাকায় স্বেচ্ছাসেবক দল নেতা আবুল কালাম ফকিরের ওপর হামলা চালিয়ে তাকে আহত করা হয়। বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, আবুল কালাম ফকিরের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ আসামি ধরতে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি