বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে মৌন মিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গৌরীপুর সরকারি কলেজ শাখা উদ্যোগে কলেজ ক্যাম্পাসে মৌন মিছিল বের হয়। মিছিল শেষে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জিকু সরকারের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদল নেতা আব্দুল বাতেন, পৌর ছাত্রদলের যুগ্ম আহŸায়ক রুহুল আমিন জুয়েল, রামগোপালপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আনোয়ার হোসেন, বোকাইনগর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাহমুদুল হাসান আলিফ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহীন আলম, গৌরীপুর সরকারি কলেজ ছাত্রদল নেতা সাকিব মাহমুদ ইমন, মো. রাতুল মিয়া, রাকিবাল হাসান, মুহিত খান, তানভীর হাসান, জাহাঙ্গীর আলম, ইব্রাহিম মিয়া, সৌরভ সরকার প্রমুখ।
স্মরণসভায় বক্তারা বলেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আবরার ফাহাদের দেয়া ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে হত্যা করে। হত্যাকারীদের দ্রæত ফাঁসি কার্যকর সহ নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিতের দাবি জানান বক্তরা।