শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে হিন্দু ধর্মালম্বী ও পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।
তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রত্যেকটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে।”
মতবিনিময় সভায় বক্তব্য দেন গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর নাঈম হাসান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মির্জা মাযহারুল আনোয়ার, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আহাম্মেদ তায়েবুর রহমান হিরন, উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ মোঃ আজিজুল হক, বিএনপি নেতা আজিজ মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সুজিত কুমার দাস, গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব প্রমুখ।
গৌরীপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চন্দ্র সরকার বলেন, এবার উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ৪৯টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপন হবে।