মসজিদে নামাজ আদায় করতে গিয়ে ব্যক্তিগত মোটরসাইকেল খুইয়েছেন ময়মনসিংহের গৌরীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আকবর আনিছ। তিনি গৌরীপুর ব্যবসায়ী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।
সোমবার সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের সাব-রেজিস্ট্রি জামে মসজিদ থেকে মোটরসাইকেলটি নিখোঁজ হয়।
জানা গেছে, সোমবার বিকালে গৌরীপুর পৌর শহরের মডেল মসজিদ প্রাঙ্গণে বন্ধুর মায়ের জানাজায় অংশ নেন আলী আকবর আনিছ। জানাজা শেষে তিনি বন্ধুর পরিবারের লোকজনের সাথে মরদেহ নিয়ে পৌর শহরের পশ্চিম দাপুনিয়া কবরস্থানে এসে দাফন প্রক্রিয়া সম্পন্ন করেন।
এসময় মাগরিবের নামাজের সময় ঘনিয়ে এলে বিএনপির এই নেতা নামাজ আদায়ের জন্য ব্যক্তিগত কালো রঙের বাজাজ ডিসকভার মোটরসাইকেল যোগে কবরস্থান থেকে পৌর শহরের সাব-রেজিস্ট্রি জামে মসজিদ আসেন। পরে মোটরসাইকলেটি মসজিদের বাইরে রেখে নামাজ আদায়ের জন্য ভেতরে যান। নামাজ আদায়ের পর মসজিদ থেকে বের হয়ে দেখেন মোটরসাইকেলটি নেই।
আলী আকবর আনিছ বলেন, কবরস্থানে বন্ধুর মায়ের দাফন সম্পন্ন করার পর মাগরিবের নামাজের সময় হয়ে যায়। কবরস্থান থেকে মসজিদের দূরত্ব কাছেই। নামাজ আদায় করতে মোটরসাইকেলযোগে মসজিদে আসি। নামাজ আদায় শেষে দেখি বাইরে রাখা মোটরসাইকেল নেই। কালো রঙের বাজাজ ডিসকভার ১২৫ সিসি গাড়ি নং- হ-১৬-০৫৪৫। গত একবছর হয় মোটরসাইকেলটি কিনেছিলাম। শখের জিনিস নিখোঁজ হওয়ায় কিছুটা খারাপ লাগছে।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযাহারুল আনোয়ার বলেন, মোটরসাইকেল নিখোঁজের বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।