1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ

আ.লীগ নেতার সহায়তায় ভারতে অনুপ্রবেশের সময় আটক ৪

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ডোনা বিজিবি ক্যাম্পের টহল দল মিকিরপাড়া সীমান্ত এলাকার ১৩৩২ নম্বর পিলারের কাছ থেকে তাদের আটক করে।

আটক চারজন হলেন- ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরকোচিয়া গ্রামের বাসিন্দা আজগর মোল্লা, মিজানুর রহমান, বজলার শেখ ও শাখাওয়াত কবির।

পুলিশি জিজ্ঞাসাবাদে আটকরা জানান, মিকিরপাড়া গ্রামের শাহিন আহমদ নামে একজনের সঙ্গে যোগাযোগ করে ভারতে যাওয়ার জন্য ২৪ হাজার টাকা দিয়েছিলেন। সোমবার রাতে তারা শাহিনের বাড়িতে অবস্থান করেন এবং মঙ্গলবার সকালে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করলে বিজিবির হাতে ধরা পড়েন।

তারা আরও জানান, এর আগেও অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়েছেন এবং সেখানে ফেরি করে বিভিন্ন পণ্য বিক্রি করতেন। এবারও একই উদ্দেশ্যে তারা কানাইঘাট সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

স্থানীয়রা জানান, শাহিন আহমদ ও সেলিম উদ্দিন মিকিরপাড়া গ্রামের বাসিন্দা কালা মিয়ার সন্তান। সেলিম উদ্দিন লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তার বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগ রয়েছে।

ডোনা বিজিবি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাবিলদার শাহজাহান বলেন, আটকদের বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ এনে মামলা করার প্রক্রিয়া চলছে।

কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার কালবেলাকে বলেন, বিজিবি কর্তৃক মামলা দায়েরের পর আটক চারজনকে আদালতে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি