ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজের গভর্নিং বডির নতুন এডহক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।
নতুন কমিটিতে সভাপতি পদে তানজিন চৌধুরী লিলি ও বিদ্যুৎসাহী সদস্য হিসেবে অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত হয়েছেন।
শনিবার গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৯ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার সাক্ষরিত গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ বরাবর প্রেরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।
চিঠিতে আরও উল্লেখ করা হয় যে, উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে নিম্নোক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে এডহক কমিটি গঠন করা হলো।
কমিটিতে পদাধিকারবলে অধ্যক্ষ সদস্য সচিব থাকবে। এছাড়াও প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে ১ জন সদস্য ও প্রতিষ্ঠাতা/দাতা ও হিতৈষীদের মধ্য থেকে ১ জন সদস্য সভাপতি কর্তৃক মনোনীত হবে।
উল্লেখ্য যে, তানজীন চৌধুরী লিলি গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ মহল্লার মুক্তার উদ্দিন চৌধুরী ও মরিয়ম আক্তার দম্পত্তির সন্তান। দুই বোন-দুই ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তিনি ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৫ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। ১৯৯৮ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে মানবিক বিভাগ থেকে এইচএসসি পাস করেন এবং ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ২০০৪ সালে বি.এস.এস অনার্স (সম্মান) এবং ২০০৫ সালে একই বিশ^বিদ্যালয় থেকে এম.এস.এস (স্নাতকোত্তর ) পাস করেন। এছাড়াও তিনি জাতীয় বিশ্বদ্যালয় থেকে বিপিএড প্রথম বিভাগে ৫ম স্থান অধিকার করেছিলেন।