ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ক্ষতিগ্রস্ত বন্যার্তদের জন্য ময়মনসিংহ প্রেসক্লাব ও ক্লাব সদস্যদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে পাঁচ লাখ টাকা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের হাতে পাঁচ লাখ টাকার চেকটি হস্তান্তর করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজুল হক মাসুম, ময়মনসিংহ প্রেসক্লাবের সহ-সভাপতি মোশাররফ হোসেন ও জগদীশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক অমিত রায়, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সভাপতি আইয়ুব আলী ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, এ এইচ এম মোতালেব, বাবুল হোসেন ও শেখ মহিউদ্দিন আহাম্মদ, কোষাধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ সাংবাদিক ক্রিড়া চক্রের সভাপতি নিয়ামুল কবির সজল, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি শরীফুজ্জামান টিটু, সদস্য কাজী মোহাম্মদ মোস্তফা মুন্না, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক শাহ আলম উজ্জল, নিউজ চ্যানেল জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক এস এম হোসাইন শাহীদ, ইয়ুথ জার্নালিষ্ট ফোরামের ময়মনসিংহ শাখার সভাপতি রাকিবুল হাসান চৌধুরী রুবেল, চ্যানেল টুয়েন্টিফোরের ব্যুরো প্রধান সুলতান মাহমুদ কনিক, আরটিভির প্রতিনিধি বিপ্লব বসাক, করোতোয়ার নজীব আশরাফ হোসেন, দিনকালের আমানউল্লাহ আকন্দ জাহাঙ্গীর, সময় টিভির উবাদুল হক, দীপ্ত টিভির মাহমুদুল হক মিলন, বিটিভির জাহানুল করিম শিমুল, যমুনা টিভির ক্যামেরাপারসন দেলোয়ার হোসেন, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরাপারসন নাসমুস সাকিব, বাংলাভিশনের ক্যামেরাপারসন গগণ পন্ডিত, চ্যানেল আই’র ক্যামেরাপারসন নাজিম উদ্দিন সাঈদসহ প্রেসক্লাব সদস্যগণ উপস্থিত ছিলেন।