1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ অপরাহ্ন

শৃঙ্খলাভঙ্গের দায়ে রোকেয়া প্রাচীকে সহ-সভাপতির পদ থেকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪

টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) সহ-সভাপতির পদ থেকে রোকেয়া প্রাচীকে অব্যাহতি দেওয়া হয়েছে। শৃঙ্খলাভঙ্গের দায়ে সম্প্রতি সাংগঠনিকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান এর সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন দোদুল। সহ-সভাপতির পদ হারালেও সাধারণ সদস্য হিসেবে সংগঠনটিতে থাকছেন প্রাচী।

আজ এক ফেসবুক পোস্টে ‘অব্যাহতি’র ঘটনাটি প্রকাশ করেন নির্মাতা আশরাফুল আলম বাবলু।

গেল ৮ জুন রাজধানীর বনানী ক্লাবে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে ২০২৪-২৬ মেয়াদে আরশাদ আদনান ও সাজ্জাদ হোসেন দোদুলকে সভাপতি ও সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করে টেলিপ্যাব। এই কমিটির সহ-সভাপতি ছিলেন রোকেয়া প্রাচী।

দোদুল জানান, শিগগিরই প্রাচীর শৃঙ্খলাভঙ্গের বিষয়টি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হবে। বিষয়টি নিয়ে রোকেয়া প্রাচীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন রোকেয়া প্রাচী। দলের বিভিন্ন কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। সর্বশেষ গেল ১৫ আগস্ট শোক দিবসের আগের রাতে বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে গেলে তাঁর ওপর হামলা হয়েছে বলে জানান এই অভিনেত্রী।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি