1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ

‘ছেলে আমারে ভাত দেয় না, শুধু মাইর দেয়’

মোঃ নাইমুর রহমান, শেরপুর
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪

মা-বাবাকে শ্রদ্ধা করা, সেবা যত্ন করা সন্তানের অন্যতম দায়িত্ব। কিন্তু জমি লিখে না দেওয়ায় সেই বৃদ্ধ মাকে পিটিয়ে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ছেলে সন্তেষ আলীর বিরুদ্ধে।

শেরপুরে শ্রীবরদী উপজেলার ৫নং গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা গ্রামের আব্দুল হকের ছেলে সন্তেষ আলী (৪৬)। তার মা আনারা বেগম (৯২)।

ভুক্তভোগী আনারা বেগম বলেন, আমার ওপর জমির জন্য প্রতিনিয়ত নির্যাতন করে। আমারে ভাত দেয় না, শুধু মাইর দেয়। গত দুই সপ্তাহ আগে শুক্রবার আমার ছেলে ও ছেলের বউ নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়েছে। কারণ আমার এক এক টুকরো জমি আছে জমিটুকু ছেলে সন্তেষ আলী লিখে চেয়েছিল, কিন্তু লিখে দেইনি।

এই বৃদ্ধা আরও বলেন, আমার সারা শরীরে মারের আঘাত রয়েছে। অন্যের বাড়িতে থাকতে গেলেও আমার ছেলে ওইখানে গিয়ে মারধর করে ওই বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি এখন আমার মেয়ের বাড়িত আছি।

এই বিষয়ে প্রতিবেশী রাজিব মিয়া বলেন, আমরা ছোট থেকে দেখে আসতেছি সন্তেষ আলী একজন কৃষক। তার বাবা বেঁচে থাকা সময় ও সে তার বাবাকে মারধর করতেন ঠিক মতো খাবার দিতেন না। এক টুকরো জমি আছে তার মায়ের। জমিটুকু সে তার অন্য ভাই-বোনদেরও দিতে দেবে না আবার বিক্রিও করতে দেবে না। এই জমির জন্য সন্তেষ আলী তার মাকে বিভিন্ন সময় মারধর করে করে খাইতে দেয় না। গেল প্রায় দুই সপ্তাহ আগে তার মাকে ঘর থেকে বের করে দেয়।

৫ নং গোশাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাজা নাজিমুদ্দিন তালুকদার বলেন, ভুক্তভোগী আনারা বেগমের বিষয়ে আমি শুনেছি। সে অনেক বয়স্ক, কথাও বলতে পারে না ঠিকমতো। তার এই বিষয় নিয়ে আমরা তার ছেলের সাথে কথা বলে মাকে ঘরে ফিরিয়ে নেওয়া জন্য অনুরোধ করব।

শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, আমি এই বিষয়ে অফিসিয়াল কোনো অভিযোগ এখনো পাইনি অভিযোগ পেলে খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি