1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১২ অপরাহ্ন

ঈদ উপহার পেলেন খতিব-ইমাম-মুয়াজ্জিনরা

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : সোমবার, ১০ জুন, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলামের পক্ষ থেকে স্থানীয় ৪২টি মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের ঈদ উপহার দেয়া হয়েছে।

পবিত্র ঈদুল আযহা উদযাপন উপলক্ষে সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিন মিলিয়ে ১৪৩ জনকে মেয়রের পক্ষ থেকে ঈদ উপহার এবং পৌরসভার পক্ষ থেকে প্রত্যেককে হাদিয়া দেওয়া হয়।

মেয়র সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভার সঞ্চলনা করেন কেন্দ্রীয় ঈদগাহ মাঠের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম।

মতবিনিময়ে অংশ নেন গৌরীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন, গৌরীপুর ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি আবদুল হান্নান, পৌর কাউন্সিলর আবদুর রউফ মোস্তাকিম, জিয়াউর রহমান, গৌরীপুর সরকারি কলেজ ঈদগাহ মাঠের ইমাম মাওলানা আব্দুল হালিম, বড় মসজিদের খতিব ও ইমাম মো. মোস্তাকিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি