1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ

ময়মনসিংহের তিন উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

উবায়দুল হক, ময়মনসিংহ
  • আপডেট : বুধবার, ২২ মে, ২০২৪

দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদরে আবু সাঈদ, মুক্তাগাছায় আব্দুল হাই আকন্দ ও গৌরীপুরে সোমনাথ সাহা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাতে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল হক মৃদুল বেসরকারিভাবে এ ফল ঘোষণা করেন।

ফলাফলে সদর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ দোয়াত কলম প্রতীকে ৪৪ হাজার ৫৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সদস্য আশরাফ হোসাইন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪০ হাজার ৬৫১ ভোট।

মুক্তাগাছায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাই আকন্দ মোটরসাইকেল প্রতীকে ৬৭ হাজার ২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আরব আলী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৩৮ ভোট।

গৌরীপুরে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা আনারস প্রতীকে ৫৪ হাজার ৯২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খান দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৫৯ ভোট।

এর আগে, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। তিন উপজেলায় ৪৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ১৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি