টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ারের কয়েকটি ইউনিয়নকে প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলার সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
সোমবার মির্জাপুরের পাকুল্লা বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন মির্জাপুর ও দেলদুয়ার উপজেলার কয়েক হাজার মানুষ।
পরে পুলিশ স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা।
এ সময় মহাসড়কের দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যানবাহনে আটকে পড়া যাত্রীরা।
বিক্ষোভকারীরা বলেন, মির্জাপুরের বানাইল, আনাইতারা ও দেলদুয়ারের ফাজিলহাটির সর্বস্তরের জনগণ প্রস্তাবিত ধলেশ্বরী উপজেলায় কখনোই অন্তর্ভুক্তি হবে না। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম জানান, স্থানীয়দের দাবি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।