ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজা সহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার দুপুরে ময়মনসিংহ -কিশোরগঞ্জ মহাসড়কে রামগোপালপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার দক্ষিণ তেতাভ‚মির মোঃ আব্দুল বারেক ওরফে মোহাম্মদ আলীর ছেলে মোঃ মুন্না ওরফে সুজন (২০), বুড়িচং থানার রাজাপুর গ্রামের প্রমুত কর্মকারের ছেলে অপু কর্মকার (২১) ও একই থানার উত্তর গ্রামের মৃত আঃ সামাদ এর ছেলে মোঃ সাগর (২১)।
জানা গেছে, মাদককারিবারিরা পিকআপ ভ্যানে করে গাঁজা নিয়ে ময়মনসিংহ আসছিল।
রোববার গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১৪ ‘র সিনিয়র সহকারি পরিচালক আনোয়ার হোসনের নেতৃত্বে র্যাবের একটি দল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের উপজেলার রামগোপালপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৫ টি প্যাকেটে স্কচটেপে মোড়ানো ৩০ কেজি গাঁজা সহ তিন মাদককারিবারিকে গ্রেফতার হয়।
এসময় জব্দ করা হয় মাদককারবারিদের মোবাইল, নগদ ১০ হাজার ৪শ ৭০ টাকা ও পিকআপভ্যান। পরে জব্দ আলামতসহ মাদককারবারিদের গৌরীপুর থানায় হস্তান্তর করা হয়।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, এই ঘটনায় র্যাব বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।