1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন

ময়মনসিংহ-৩: নিশ্চিদ্র নিরাপত্তায় কাল স্থগিত কেন্দ্রে ভোট

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : শুক্রবার, ১২ জানুয়ারী, ২০২৪

আগামীকাল ১৩ জানুয়ারি শনিবার। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের স্থগিতকৃত ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে।

সুষ্ঠু নির্বাচন আয়োজনের লক্ষে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র ও আশোপাশের এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা তৈরি করা হয়েছে। এর আগে গত ৭ জানুয়ারি আসনটির সহনাটি ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় ভোট বাতিল ও ভোটকেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়। এতে করে আসনের নির্বাচনী চূড়ান্ত ফলাফল ঘোষণা আটকে যায়।

এদিকে আসনের ৯২টি ভোটকেন্দ্রের মধ্যে ৯১ ভোটকেন্দ্রের ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিলুফার আনজুম পপি নৌকা প্রতীকে ৫৩ হাজার ১৯৬ ভোট পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকার প্রার্থী ৯৮৫ ভোটে পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত হওয়া ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের মোট ভোট ৩ হাজার ৩২ জন। পুরুষ ভোটার ১৫৩০ জন ও নারী ভোটার ১৫০২ জন।

শুক্রবার বিকালে খোঁজ নিয়ে দেখা গেছে, ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা ও সুরক্ষায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম বলেন, আগামীকাল শনিবার স্থগিতকৃত কেন্দ্রের ভোটগ্রহণ উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। ভোটকেন্দ্রে ১০ টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ভোটকেন্দ্র ও আশেপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দুই শতাধিকের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। কেন্দ্রে ভোট নিতে ১জন প্রিজাইডিং, ৭জন সহকারি প্রিজাইডিং কর্মকর্তা ও ১৪ জন পোলিং কর্মকর্তা ময়মনসিংহ থেকে নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানান।

সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, গৌরীপুরের টুঙ্গিপাড়া খ্যাত সহনাটি ইউনিয়ন বরাবরই আওয়ামী লীগের ঘাঁটি। আমাদের দলীয় ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে। আগামীকাল পপি আপার নৌকার বিজয় নিশ্চিত করে আমরা এই আসনটিতে জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেবো।

উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, স্থগিত হওয়া ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। মাঠে নৌকার জোয়ার এসেছে। আমাদের নৌকার প্রার্থী ভোটের ব্যবধানে অনেক এগিয়ে আছে। এই কেন্দ্রের ভোটের মধ্য দিয়ে নৌকার বিজয়ের জন্য আমরা মুখিয়ে আছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি