1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সদস্যরা আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই দলে দেশটির গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) পাঁচজন সদস্য রয়েছেন।

ডিএমপি সূত্র জানায়, আজ বেলা একটার দিকে যুক্তরাষ্ট্রের পাঁচ সদস্যের নির্বাচন পর্যবেক্ষক দল রাজধানীর মিন্টো রোডে ডিএমপি সদর দপ্তরে যান। তাঁরা আধা ঘণ্টা ধরে ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের সঙ্গে তাঁর দপ্তরে বৈঠক করেন। মার্কিন প্রতিনিধিদলে ছিলেন নাতাশা রথ চাইল্ড, ইভো পেননচিভ, মারিয়াম তাবাটেজ, ক্রিসপেন কাহেরু, নেনাদ মেরিনকোভিক। তাঁদের সঙ্গে ছিলেন বাংলাদেশের প্রতিনিধি কাজী শহীদুল ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মীর নুরানী রুপোমা।

বৈঠক সূত্র জানায়, মার্কিন পর্যবেক্ষক দলের সদস্যরা ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কাছে নির্বাচনের নিরাপত্তা পরিকল্পনা নিয়ে জানতে চান। নির্বাচনের নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা বা অসুবিধা আছে কি না, তা–ও জানতে চান। তখন ডিএমপির পক্ষ থেকে বলা হয়, কোনো অসুবিধা নেই, পুলিশ ঠিক পথে এগোচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পুলিশ কাজ করে যাচ্ছে। নির্বাচন পর্যবেক্ষক দল আরও জানতে চায়, রাজনৈতিক কর্মসূচিতে কোনো অসুবিধা হচ্ছে কি না। তখন ডিএমপি না সূচক জবাব দেয়।

বৈঠকটি সমন্বয় করেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খ. মহিদ উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান ও ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত কমিশনার মো. আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি