1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ভাষাসৈনিক মাজহারুল ইসলাম

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন ভাষাসৈনিক মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন ভাষাসৈনিক অধ্যাপক ডা. মির্জা মাজহারুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বারডেম হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩০ সেপ্টেম্বর প্রবীণ এই চিকিৎসক ও ভাষাসংগ্রামী বারডেমে আইসিইউতে ভর্তি হন।

ডা. মির্জা মাজহারুল মৃত্যুর আগ পর্যন্ত বারডেম হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি চিফ কনসালটেন্ট ছিলেন।

তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৫২ সালে এমবিবিএস পাস করেন। প্রখ্যাত এই চিকিৎসক ১৯৮৫ সালে ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১৮ সালে একুশে পদক লাভ করেন অধ্যাপক মাজহারুল।

তাকে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি